সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফুটবলের প্রতি ম্যারাডোনার মতো ভালোবাসা ‘নেই’ মেসির

 


ধারাটাই এমন বর্তমানের সেরাদের সঙ্গে তুলনা চলে অতীতের সেরাদের সেই ধারা মেনেই পেলে-ম্যারাডোনাদের সঙ্গে এখনো তুলনা চলে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিদের কিংবা তাঁদের কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় কি নাসেসব সুলুকসন্ধান চলে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর এমন তুলনার কথা উঠে আসছে নতুন করে

জর্জ জেসুসের কথা মেসিভক্তদের মনে ঝড় তুলতে পারে ম্যারাডোনাকে সর্বকালের সেরা হিসেবে মানেন বেনফিকার এই কোচ আর্জেন্টাইন কিংবদন্তির ফুটবলের দরদ, আবেগ ভালোবাসার কখনো কোনো কমতি ছিল না ঠিক জায়গাতেই মেসি-রোনালদোর মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব স্পোর্তিং লিসবনের সাবেক এই কোচ জেসুসের মতে, ফুটবলের প্রতি ম্যারাডোনার যেপ্যাশনতা রোনালদোর মধ্যেকিছুটা আছেকিন্তু মেসির মধ্যে তাঁর ছিটেফোঁটাওনেই

মেসি-রোনালদো গত এক দশকের বেশি সময় ধরে বিশ্বসেরা বয়স বাড়লেও খেলার ধার তেমন পাল্টায়নি পেলে-ম্যারাডোনা-ক্রুইফদের সর্বকালের সেরার কাতারে এর মধ্যেই নাম লিখিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পোর্তিংয়ের বয়সভিত্তিক দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ মাতিয়ে এখন জুভেন্টাসে আছেন রোনালদো মেসি বের হয়েছেন বার্সার ফুটবল খামারলা মাসিয়াথেকে, বাকিটা ইতিহাস গড়ে চলছেন বার্সেলোনার জার্সিতে মাঠে দুই তারকাই ম্যারাডোনার মতো সাফল্য অর্জনের দাবি তুলতে পারেন যদিও বিশ্বকাপটা এখনো দুজনের জন্য ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে

Post a Comment

0 Comments