সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আবারও মুখ ‘ভার’ লিভারপুলের

 এ মৌসুমটা একদম ভালো যাচ্ছে না লিভারপুলের। একের পর এক চোট হানা দিচ্ছে ক্লাবে। করোনা সংক্রমণ তো আছেই। সে সঙ্গে যোগ হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এ মৌসুমে বেশ কয়েকবার লিভারপুলের পথের কাঁটা হয়েছে ভার (ভিএআর)। আজও ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের বড় প্রতিপক্ষ



হয়ে উঠল প্রযুক্তি। দুটি গোল বাতিল করেছে। প্রতিপক্ষকে উপহার দিয়েছে পেনাল্টি। আর তাতে আরও একবার পয়েন্ট খুইয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।

যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসনের বুট ছুঁয়েছিল ব্রাইটনের ড্যানি ওয়েলবেকের পা। প্রথমে সেটা এড়িয়ে গিয়েছিল রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েলের চোখ। কিন্তু ভিএআর তাঁকে আরেকবার ভেবে

Post a Comment

0 Comments